বড় প্রাণহীনভাবে চলে গেল আমাদের শহরের রথের মেলা

বড় প্রাণহীনভাবে চলে গেল আমাদের শহরের রথের মেলা। কালীবাড়ির আঙিনার
নাগরদোলা অলস সময়ই কাটিয়েছে। গত দু সপ্তাহের একটি দিনও ছিল না উপচে পরা
ভীর। ঠিক ভাঙা হাটের মত। শহরবাসী টেরই পায়নি মেলার আয়োজন। অথচ আমার শৈশবজুড়ে গেঁথে আছে রথের মেলার থইথই আনন্দ। শহরময় প্রাণবন্ত উৎসব।

শহরের বুকচিরে বয়ে যাওয়া লম্বা খাল ভরে থাকতো আমকাঁঠালের নৌকায়। কত মানুষ
কত মুখ,কত আয়োজন। সে খাল এখন পানিশূন্য।মেলার জন্য বছর ভরে এক পয়সা,দুপয়সা
করে জমানো। বাবার হাত ধরে কোলাহল ভরা মেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে কেনা
কাটা। মাথা নাড়ানো মাটির সাধু,বাঁশের বাঁশি,ঝুঁমঝুঁমি,টমটম।

Saifuddin Ahmed Nannu ভাইয়ের ফেসবুক থেকে নেওয়া। 

আরো পড়ুুন