মানিকগঞ্জ শহরে একটি মাত্র ওভার ব্রীজ, তবু ব্রীজ টিতে নেই কোন আলো, রাতের
বেলা অন্ধকার থাকে। লাইট লাগানোর কথা থাকলেও কোনটির লাইট লাগানো হয়নি।
এতে
করে সাধারণ মানুষের রাতের বেলা পারাপাড়ে অসুবিধা হয়,অনেক দিন হয় ওভার
ব্রীজটি সকলের জন্য খুলে দেওয়া হয়েছে,অথচ এখনো আলোর ব্যবস্থা করা
হয়নি।
আবার অনেকেই ছিনতাই এর ভয়ে পারাপাড় হতে চায়না ,রাতে অন্ধকার থাকে বলে
কিছু অসাধু লোক ওভার ব্রীজ এর উপরে বসে থাকে।
আলো / লাইট না থাকার কারনে
সাধারন মানুষ রাতের বেলা ওভারব্রীজ দিয়ে পারাপারে ভয় পায়,এবং কেউ পারাপার
হয় না,তাই এ বিষয়ে সু নজর দেওয়ার জন্য কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি।
Sany Rahman Mintu ফেসবুক থেকে নেওয়া।