টাঙ্গালের মিরাজ সৌদির দাম্মামে সড়ক দুর্ঘটনায় আহত

মোঃ আমজাদ হোসাইন, দাম্মাম, সৌদি আরব প্রতিনিধি: টাঙ্গালের মিরাজ সৌদির দাম্মামে কাজ
করতে গিয় বৃহস্পতিবার
( ১৩
জুলাই) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
তার সহকর্মীরা জানায় আহত মিরাজ
টাঙ্গাইল উপজেলার মির্জাপুর উপজেলার কলিমাজানি গ্রামের সন্তান। সে ১৩ বছর ধরে
সৌদিতে কর্মরত আছেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার তার নিজ কম্পানিতে কাজ করে বাড়ি
ফিরছিল। এমন সময় পিছন থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দিলে পড়ে যায়।
পড়ে তাকে উদ্ধার করে দাম্মাম আল
খোবার দুসারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ( ২০ জুলাই) বাংলাদেশ
সময় বিকাল সাড়ে ৩ টা পযন্ত অবস্থা আশংকা মুক্ত হলেও তার ডান পা ভেঙ্গে গেছে।
 সে
সবার দোয়া পর্থী। তার চিকিৎসার টাকা কম্পানি অর্ধেক বহন করছে। তবে তাবে আরও টাকা
প্রয়োজন।
মানিকগঞ্জ২৪.কম/ হা, ফ,/ ২০ জুলাই/ ২০১৭ ইং।
আরো পড়ুুন