কমিউনিটি ক্লিনিকেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ১ জানুয়ারী:

কমিউনিটি ক্লিনিকেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে হবে বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

তিনি শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে করোনার বুষ্টার উদ্বোধনকালে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় আরো বলেন, এই মুহূর্তে সরকারের লকডাউন তো আর কোনো পরিকল্পনা নেই। তবে সংক্রমণের হার বাড়লে লকডাউনে যেতে হতে পারে।

এসময় তিনি আরো বলেন, জানুয়ারীতে ৪ কোটি ডোজ টিকার দেয়ার পরিকল্পনা রয়েছে। এপ্রিল মে মাসে বাংলাদেশের ১২ কোটি মানুষেকে আমরা তাদেরকে সেকেন্ড ডোজ দিয়ে দিতে পারবো। পাশাপাশি বুস্টার ডোজও আমরা দিয়ে দিতে পারব। এ কাজকে বেগবান করার জন্য প্রতিটি ওয়ার্ডে টিকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডাঃ শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ জানুয়ারি ২০২২।

আরো পড়ুুন