জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঘিওর প্রতিনিধি, ৬ ফেব্রুয়ারী: মানিকগঞ্জে নিজের ৩০তম জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল মাহবুবুল হক সুমন নামে এক যুবক।

বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক সুমন তার নিজ উদ্যোগে এই ব্যাতিক্রমী আয়োজন করেন।  জেলার  ঘিওর উপজেলার ৭৫ নং দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে খাতা, কলম এবং ইস্কেল তুলে দেন ।  পরে হালকা নাস্তাও দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুমনের মা ফরিদা পারভীন,  ছোট বোন শারমিন নাহার সেতু, দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক রোকেয়া আক্তার, সমাজ সেবক জামাল বাদশা জীবন, মো. ইউনুস আলী, শাকিল মিয়াসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ ফেব্রুয়ারী ২০১৯।

আরো পড়ুুন