সাটুরিয়া প্রতিনিধি, ৩ ফেব্রুয়ারী: উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শুরুতে খেলাধুলার প্রতি বেশী নজর দিব। মানিকগঞ্জ২৪.কম কে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় তুলে ধরেন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী হাজি গোলাম হোসেন গোলাম।
গোলাম হোসেন গোলাম বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবনে দরগ্রাম ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের জিএস ছিলেন। দুইবার সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
সম্প্রতি তিনি হজ¦ করে এসেছেন। মানিকগঞ্জ২৪. কম কে তিনি বলেন, আমি ১০টি বছর ধরে বর্তমান সংসদ সদস্য আমার নেতা জাহিদ মালেক স্বপনের সকল সভা সমাবেশে সক্রিয় ছিলাম। ১৫-১৬ বছর ধরে টানা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ভাবে ব্যাপক ত্রাণ কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তাই দল আমাকে মনোনয়ন দিবে। আর দল যদি মনোনয়ন দেয় আমি জয়ী হব। আর প্রথমে আমি ফুটবল ও ক্রিকেট খেলার প্রতি বেশী নজর দিব।
হাজি গোলাম হোসেন গোলাম বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমি উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী। আমি নিয়মিত উপজেলার সকল ইউনিয়নে চেয়ারম্যন, দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছি। আমাদের বর্তমান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ ও সাটুরিয়ায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। তবে সাটুরিয়া বাজারে ড্রেনেজ ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে। আমি জয়ী হলে মন্ত্রী মহোদয়ের পরামর্শে সাটুরিয়া হাটের নির্দিষ্ট সমস্যা দূর করব।
হাজি গোলাম হোসেন গোলাম আরো বলেন, শিক্ষার পাশা- পাশি খেলাধুলার প্রতি জোর দিতে হবে। ফুটবল খেলা সাটুরিয়ায় কম অনুষ্ঠিত হচ্ছে। তাই এই জনপ্রিয় ফুটবল খেলার আয়োজন করব। ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় যুবকদের জড়িত করতে পারলেই মাদকাসক্তের সংখ্যা কমে যাবে। আমি বিম্বাস করি আমাকে দল মত নির্বিশেষে আমাকে ভোট দিবে। তাই আমি দল থেকে সঠিক মূল্যায়ন পাব।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ ফেব্রুয়ারী ২০১৯।
আরও পড়ুন: