সিংগাইরে নাতিন কে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মানিকগঞ্জ২৪
প্রতিনিধি: জেলার সিংগাইর উপজেলার
 ধল্লা ইউনিয়নের মধ্যধল্লা
গ্রামে নার্সারীতে পরুয়া বছরের
নাতিনকে ধর্ষণের অভিযোগ উঠেছে
নানার বিরোদ্ধে। শুক্রবার
রাতেই
শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
শুক্রবার
রাত সাড়ে ১১ টার দিকে সিংগাইর
থানার
ভারপ্রাপ্ত কর্মকর্ত খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই
মোঃ আনোয়ার আলী এর নামে মামলা দায়ের কছেন শিশুটির পিতা।
এলাকাবাসী
জানান, সিংগাইর ‍উপহেজলার ধল্লা ইউনিয়নের মধ্যধল্লা গ্রামের মৃত
মতি মিয়ার ছেলে
আনোয়ার আলী(৪৫)তার ভাতিজির শিশু কন্যা
শুক্রবার বিকাল ৩টার দিকে তার
সহপাঠিদের
 সাথে
খেলার কথা বলে বাড়ি
থেকে বের হয়
 পরে
আনোয়ার আলী শিশুর মুখ চেপে ধরে
 তার
শোভার
ঘরে নিয়ে ধর্ষণ করে
নির্যাতিত
শিশুটি বাড়ীতে গিয়ে  তার
মা প্রতিবেশিদের  কাছে
ঘটনাটি খুলে জানানোর পরেই অভিযুক্ত আনোয়ার আলী  বাড়ী থেকে পালিয়ে যায়।
শিশুটির
মা জানান, আমি অন্তঃসত্ত্বা
হওয়ায় এক মাস ধরে
মেয়েকে নিয়ে বাবার বাড়ি
মধ্যধল্লায় উঠিছি। আর আমার চাচা আনোয়ার আলী
সুযোগ
বুঝে
আমার শিশু কণ্যার উপর অমানবিক ঘটনাটি ঘটালো

ব্যাপারে আনোয়ার আলীর
বোন
মরিয়ম জানানতার ভাই বিকালে বাড়ী থেকে বের হয়ে রাত
পর্যন্ত বাড়ি ফিরে নি। সে আরো জানান,
আনোয়ার
আলীর স্ত্রী দীর্ঘদিন যাবৎ
বিদেশে থাকেন

ব্যাপারে ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া  শুক্রবার
রাত ১১ টার দিকে জানান, এমন ঘটনা আমি অন্যলোক মারফত শুনেছি। দুই পরিবারের কেউ
আমাকে বলেনি। 
সিংগাইর
থানার ওসি খোন্দকার ইমাম
হোসেন শুক্রবার রাত সাড়ে ১১ দিকে জানান, এ
ব্যাপারে শিশুটির পিতা থানায় মামলা দায়ের করেছেন। আর শিশুটির নানিসহ আমাদের জিম্মায়
আছে। শনিবার মেডিকেল প্রতিবেদন নেবার জন্য হসপিটালে পাঠাব। ধর্ষণের প্রমাণ পেলে
আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ./ ১১ আগস্ট/২০১৭।
আরো পড়ুুন