মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: শুক্রবার
রাতেও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট দেখা দিয়েছে। শুধু মাত্র পাটুরিয়া
ঘাটেই ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। কয়েক সপ্তাহ পর ফেরি বহরে
মেরামত করা আরেকটি ফেরি যুক্ত হলেও শুক্রবার ছুটির কারনে ও তীব্র স্রোতের কারনে এ
যানজট বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী
মহা ব্যাবস্থাপক (বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান শুক্রবার রাত ৮ টার দিকে জানান,
পাটুরিয়া ঘাটে ৪ শতাধিক পন্যবাহী ট্রাক ও দূর পাল্লার পরিবহন ও ছোট বড় মিলে আরো শতাধিক
যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। এই মূহুর্তে পাটুরিয়া ফেরি ঘাটেই ৫ শতাধিক
যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে।
জিল্লুর রহমান আরো জানান, এ
নৌরুটে চলাচলের জন্য ১৫টি ফেরি
থাকলেও ২টি ফেরি যান্ত্রিক
ত্রুটিতে বন্দ রয়েছে। ফলে যানজট শুধু পাটুরিয়াতে
নয় দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট দেখা দিচ্ছে। তবে শুক্রবার দুপুরে যান্ত্রিক
ত্রুটিতে বন্ধ থাকা আরেকটি ফেরি মেরামত হয়ে বহরে যুক্ত হয়েছে। শুক্রবার রাতে ১৪ টি
ফেরি দিয়ে যানবহান পারা পার করলে ধীরে ধীরে যানবাহনের সংখ্যা কমে যাবে মনে করছেন
এই কর্মকর্তা।
গত কয়েকদিন ধরে পদ্মা ও যমুনায় পানি
বৃদ্বির ফলে তীব্র ঘূর্ণি স্রোত থাকায়
ফেরি পল্টুনে ভেড়াতেও সময় বেশি লাগছে। এ
কারণে ফেরি ট্রিপ দিতে
অতিরিক্ত
সময় লাগছে । ফলে ঘাটপারের
অপেক্ষায় থাকা যানবাহনের সারি
ক্রমেই দীর্ঘ হচ্ছে।
অপর দিকে আর
ছোট ফেরিগুলো তীব্র স্রোতের উজানে
চলতেই পারছে না।
শুক্রবার সারা দিন অগ্রাধিকার
ভিতিত্তে যাত্রিবাহী বাস ও ছোট যানবাহন পারা পার করার কারনে পন্যবাহী ট্রাকের সংখ্যা
বাড়ছেই। শুক্রবার রাত ৮ পর্যন্ত পাটুরিয়া ফেরি ঘাটে ৪ শতাধিক ট্রাক ফেরি পারা
পারের অপেক্ষায় আছে।
ট্রাক পারা পারের বিষয়ে পাটুরিয়া
ফেরি ঘাটের সহকারী মহা ব্যাবস্থাপক (বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান জানান, রাতে
যাত্রিবাহী বাসের চাপ কমলে পণ্যবাহী ট্রাক পারা পার শুরু করা হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১১ আগস্ট/
২০১৭।