সিংগাইর প্রতিনিধি: সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ যুবায়েরের হস্তক্ষেপে জার্মিত্তা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে।
রবিবার দুপুরে ইউএনও গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ কে সাথে নিয়ে ছাত্রীর বাড়ি উপজেলার হাতনী গ্রামে উপস্থিত হয়ে এ বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, হাতনী গ্রামের ও জার্মিত্তা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীর সাথে সাভার উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রউফের পুত্র আব্দুর রহমানের সাথে বিয়ের দিন ধার্য্য ছিল সোমবার দুপুরে।
রবিবার সকাল থেকে গায়ে হুলুদের প্রস্তুতি চলছিল এমন সময়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়ের কণের বাড়িতে গিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন। এসময় ছাত্রী ও তার মা হালিমা আক্তারকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যান।
পরে এ বাল্য বিয়ে না দেয়ার শর্তে ছাত্রীর মা-বাবার মুচলেকায় দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ নভে¤র/ ২০১৭।
আরও পড়ন: