শিবালয় প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে আর বিএনপি বিরোধী দলের আসনে বসে। বিএনপি নির্বাচনে আসার ঘোষনা দেওয়ার আগে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। গনতন্ত্রের কথা বলবেনে আর নির্বাচনে আসবে না তা হয়।
তিনি রবিবার বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া ট্রাক টার্মিনালে মোংলা বন্দর হতে চাঁদপুর মাওয়া গোয়ালন্দ হয়ে পাকশী পযর্ন্ত নৌ রুটের নাব্যতা উন্নয়নের ড্রেজিং কাজের উদ্বোধন কালে একথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আরো বলেন, খালেদা জিয়া চোখের ছানি অপারেশ করেছেন বলেই এখন তিনি দেশের উন্নয়ন দেখেণ। এখন বলেন উন্নয়ন যদি ঠেকসই করতে চান তাহলে গণতন্ত্র শক্তিশালি করতে হবে। আমাদের দেশে গণতন্ত্র আছে বলেই ওনার কথা বলতে পারেন, বিবৃতি দিতে পারেন। টকশোতে সরকারের সমালোচনা করতে পারেন।
পাটুরিয়া টার্মিনালে বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর এম মোজ্জামেল হকের সভাপতিত্বে নৌপথের ড্রেজিং উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জ্য়, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব আবদুস সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন।
৮৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৫০ কিলোমিটার নৌপথ ড্রেজিং কাজ বাস্তবাবায়ন করছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। পদ্মা গঙ্গা, কচা স্বরুপকাঠি আমতলী ও আড়িয়াল খা নদী ১০০ মিটার প্রশস্ততা ও শুস্ক মৌসুমে ৪ মিটার গভীরতা হবে বলেও জানানো হয় সভায়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ নভে¤র/ ২০১৭।
আরও পড়ন: