সিংগাইরে পিরানহা মাছ বিক্রির অভিযোগে জেলের অর্থদণ্ড

সিংগাইর প্রতিনিধি : সিংগাইরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে  এক জেলের অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫০ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ যুবায়ের তার কার্যালয়ে  শ্রী কৃষ্ণ (৩৫) নামের এক জেলেকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ।

দন্ডিত জেলে শ্রী কৃষ্ণ সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার শ্রী বিশ্বনাথের পুত্র। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পৌর বাজারে নিষিদ্ধ বাক্ষুস পিরানহা মাছ বিক্রি করছেন এমন অভিযোগ পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিন ৫০ কেজি পিরানহা মাছ জব্দসহ তাকে আটক করেন।

পরে দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নগদ এক হাজার টাকা অর্থদণ্ড ও আনাদায় ৭ দিনের কারাদন্ড দেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়ের জানান, ৫০ কেজি জব্দকৃত মাছ জামশা ইউনিয়নের বাস্তা -গোলাই ডাঙ্গা এতিম খানা মাদ্রাসার ছাত্রদের জন্য দেওয়া হয়েছে।
      
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ অক্টোবর/ ২০১৭।

আরও পড়ুন

সিংগাইরে চাঁদাবাজি মামলা থেকে ইউপি চেয়ারম্যানের অব্যাহতি

আরো পড়ুুন