মানিকগঞ্জ ২৪ প্রতিনিধি : মানিকগঞ্জের
বহুল আলোচিত এসি লিংক
বাস সার্ভিস সাময়িক বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ শহরবাসীর অনেক দিনের
প্রত্যাশার পর গেল ৫ সেপ্টেম্বর স্থানীয় বিজয় মেলা মাঠ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এই সার্ভিসের উদ্ধোধন করেন। এ বাস সার্ভিস
উদ্ধোধনের এক মাসের মাথায় বুধবার দুপুর থেকে বন্ধ হয়ে গেল।
বহুল আলোচিত এসি লিংক
বাস সার্ভিস সাময়িক বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ শহরবাসীর অনেক দিনের
প্রত্যাশার পর গেল ৫ সেপ্টেম্বর স্থানীয় বিজয় মেলা মাঠ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এই সার্ভিসের উদ্ধোধন করেন। এ বাস সার্ভিস
উদ্ধোধনের এক মাসের মাথায় বুধবার দুপুর থেকে বন্ধ হয়ে গেল।
মানিকগঞ্জ- ঢাকা সড়কে জেলা বাসীর
অনেক দিনের প্রত্যাশা ছিল এসি বাস সার্ভিস। মানিকগঞ্জ- মতিঝিল সড়কে চলাচলকারী এসি লিংকটি
অল্পদিনে জনপ্রিয় বাস সার্ভিস হয়ে উঠে। কোন ঘোষনা ছাড়াই বন্ধ হয়ে যাওয়ায় এ বাসের নিয়মিত
যাত্রীরা ভোগান্তীতে পড়েগেছে।
অনেক দিনের প্রত্যাশা ছিল এসি বাস সার্ভিস। মানিকগঞ্জ- মতিঝিল সড়কে চলাচলকারী এসি লিংকটি
অল্পদিনে জনপ্রিয় বাস সার্ভিস হয়ে উঠে। কোন ঘোষনা ছাড়াই বন্ধ হয়ে যাওয়ায় এ বাসের নিয়মিত
যাত্রীরা ভোগান্তীতে পড়েগেছে।
এসি লিংকের ব্যাবস্থাপনা পরিচালক
মোনায়েম খান জানান, বুধবার ঢাকা থেকে এসি লিংকের ৩ টি বাস নিয়ে যাওয়া পর থেকেই এ সার্ভিসটি
সাময়িক বন্ধ করে দেওয়া হয়। তিনি আরো অভিযোগ করে বলেন, মানিকগঞ্জের শুভযাত্রা পরিবহনের
এমডি ফয়সাল আহম্মেদ লিখিত অভিযোগের কারনেই এ বাস সর্ভিস বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন।
মোনায়েম খান জানান, বুধবার ঢাকা থেকে এসি লিংকের ৩ টি বাস নিয়ে যাওয়া পর থেকেই এ সার্ভিসটি
সাময়িক বন্ধ করে দেওয়া হয়। তিনি আরো অভিযোগ করে বলেন, মানিকগঞ্জের শুভযাত্রা পরিবহনের
এমডি ফয়সাল আহম্মেদ লিখিত অভিযোগের কারনেই এ বাস সর্ভিস বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন।
এ ব্যাপারে এসি লিংক পরিবহনের চেয়ারম্যান সুলতানুল আজম খান আপেল
জানান, ষড়যন্ত্রের কারনেই সাময়িক বন্ধ আছে প্রতীক্ষিত মানিকগঞ্জ এসিলিংক সার্বিস। পরিবহনটি এক মাসের মধ্যেই ব্যাপক সারা
ফেলে। একটি স্বার্থান্বেশী মহল তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এই সার্ভিস বন্ধের পায়তারা করছে।
জানান, ষড়যন্ত্রের কারনেই সাময়িক বন্ধ আছে প্রতীক্ষিত মানিকগঞ্জ এসিলিংক সার্বিস। পরিবহনটি এক মাসের মধ্যেই ব্যাপক সারা
ফেলে। একটি স্বার্থান্বেশী মহল তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে এই সার্ভিস বন্ধের পায়তারা করছে।
তিনি মানিকগঞ্জ২৪ কে বৃহস্পতিবার
বিকালে আরো বলেন, এসি বাস সার্ভিসের বিষয়ে বিআরটিএ সাথে আমাদের আলোচনা করে কিছু আনুষ্ঠানিকতা
শেষেই পূণরায় দ্রুত চালু হবে।
বিকালে আরো বলেন, এসি বাস সার্ভিসের বিষয়ে বিআরটিএ সাথে আমাদের আলোচনা করে কিছু আনুষ্ঠানিকতা
শেষেই পূণরায় দ্রুত চালু হবে।
অপর
দিকে মানিকগঞ্জ থেকে গুলিস্তান সড়কে শুভযাত্রা পরিবহনের বাস সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে ভূয়া রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ী চলার অভিযোগে।
মানিকগঞ্জের দুটি পরিবহন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল
থেকেই বিপাকে পড়েন হাজার হাজার যাত্রীরা। পাশা- পাশি এ দুই পরিবহন শ্রমিকরাও বৃহস্পতিবার
থেকে বেকার হয়ে পড়াতে তাদের মাঝে হতাশা বিরাজ করছে।
থেকেই বিপাকে পড়েন হাজার হাজার যাত্রীরা। পাশা- পাশি এ দুই পরিবহন শ্রমিকরাও বৃহস্পতিবার
থেকে বেকার হয়ে পড়াতে তাদের মাঝে হতাশা বিরাজ করছে।
তবে শুভযাত্রা ও এসিলিংক বাস
সার্ভিস মানিকগঞ্জে দ্রুত চালু হবে বলে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রী, যানবাহন
শ্রমিকসহ মালিকরা।
সার্ভিস মানিকগঞ্জে দ্রুত চালু হবে বলে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রী, যানবাহন
শ্রমিকসহ মালিকরা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৫ অক্টোবর/ ২০১৭।
আরও পড়ুন