মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মিয়ানমার
থেকে নির্যাতিত বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের
জন্য ২০ মেট্রিক টন
ত্রাণ সামগ্রী পাঠাবেন মানিকগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার
সাংবাদিক
সম্মেলনে মানিকগঞ্জ পৌরসভার মেয়র ও রোহিঙ্গা
শরণার্থী ত্রান সহায়তা ব্যাবস্থাপনা
কমিটি ।আহবায়ক
গাজী কামরুল হুদা সেলিম
এই তথ্য প্রকাশ করেন।
জেলা প্রসাশন ও সেনাবাহিনীর সহায়তায়
এই ত্রান রোহিঙ্গাদের মাঝে
বিতরন করা হবে বলে সাংবাদিক
সম্মেলনে উল্লেখ করেন মেয়র।
মধ্যে উপস্থিত ছিলেন ত্রান সহায়তা
ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব
সাবেক জেলা শিক্ষা অফিসার
মো:আব্দুল মোন্নাফ খান,
অর্থ জিম্মাদার মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক
অধ্যক্ষ মুহাম্মদ মূসা, মানিকগঞ্জ প্রেস
ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার
ছানু, সাধারণ
সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন
ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার
সাংবাদিক ও কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জানান, গত
২৫ শে সেপ্টেম্বর থেকে
জেলা প্রশাসনের অনুমতিক্রমে এই ত্রাণ সংগ্রহের
জন্য পৌরবাসীর কাছে উদাত্ত আহব্বান
করা হয়। সবার সার্বিক সহযোগিতায়
এ পর্যন্ত আমরা ৯ লক্ষ ২০
হাজার টাকা নগদ অর্থ
পেয়েছি। আমরা
রোহিঙ্গাদের জন্য ১ হাজার
প্যাকেট বরাদ্দ করেছি।
যার প্রতিটি প্যাকেটে চাল,ডালসহ নিত্য
প্রয়োজনীয় ২০ কেজি পণ্যসামগ্রী
থাকবে প্যাকেটিতে। প্রতিটি
প্যাকেটে প্রায় ১৫ শত
টাকার পণ্য আছে বলেও উল্লেখ করেন মেয়র।
হা.ফ/ ৫ অক্টোবর/ ২০১৭।