শিবালয় প্রতিনিধি, ৩০ অক্টোবর:
মানিকগঞ্জের শিবালয়ে হোটেল থেকে তরুনীসহ কাউসার আহমেদ নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক।
বুধবার দুপুরে পাটুরিয়া ঘাটের পদ্মা রিভারভিউ হোটেলের ৩০৯ নম্বর রুম থেকে তাদের আটক করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তরুনীসহ ওই যুবলীগ নেতাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই বিস্তারিত ঘটনা জানা যাবে।
স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, ৭/৮ মাস আগে ওই তরুনীর সাথে কাউসারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
এঘটনায় বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে আটক নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় যুবলীগ নেতারা থানায় দেনদরবার করছেন বলে জানা গেছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ অক্টোবর ২০১৯।