সাটুরিয়া প্রতিনিধি, ২৯ অক্টোবর
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার তিল্লি ইউনিয়নের রায় তিল্লি গ্রামে নিরীহ কৃষক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শুকুর আলীসহ তিনজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে রায় তিল্লি গ্রামের মৃত নরেশ সরকারের ছেলে নির্মল সরকার কালীগঙ্গা নদীর পূর্ব পাড়ে তার নিজ জমিতে মা ও স্ত্রীকে সাথে নিয়ে কাজ করছিলেন। এসময় ইউপি সদস্য শুকুর আলীসহ কয়েকজন তাদেরকে জমিতে কাজ করতে নিষেধ করেন। ইউপি সদস্যর নিষেধ উপেক্ষা করায় লাঠিসোটা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় নির্মল সরকারের মা কুসুম সরকার (৭৬), স্ত্রী গীতা রানী সরকার (৪২) আহত হন।পরে তাদেরকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। গীতা রানী সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কুসুম সরকারকে ভর্তি করা হয়েছে।
নির্মল সরকার জানায়, হামলাকারীরা তার বৃদ্ধ মা ও স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। ইউপি সদস্য আমার স্ত্রীকে শ্লীলতাহানিও করে। ইউপি সদস্য আমাদের ওই ৮৭ শতাংশ জমি জোড় করেই দখল করতে চায়। পুনরায় ওই জমিতে প্রবেশ করলে আমাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এব্যাপারে ইউপি সদস্য শুকুর আলীর বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে সত্য। কিন্তু আমি নির্মলসহ কাউকে মারধর করি নাই। আমি যদি অপরাধী হয়ে থাকি কোর্টে আমার শাস্তি হবে। নিদোর্শ হলে খালাস পাব।
সাটুরিয়া থানার এসআই নাছির বলেন, এঘটনায় নির্মল সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ অক্টোবর।