মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা কুষক লীগের আহবায়ক মোঃ অশিউর রহমান সিকোর ব্যক্তি উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাক্স, হাত ধোয়র সাবান, ও ডিটারজেন বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে শিবালয়ের নিহালপুর ও সমেজঘর এলাকায় এ সামগ্রী বিতরণ করা হয়।
শিবালয়ে উপজেলা কুষক লীগের আহবায়ক মোঃ অশিউর রহমান সিকোর ব্যক্তিগত তহবিল হতে দই শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে এই সামগ্রী তুলে দেন। এসময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ ঘরে থাকার আহবান করেন।
এসময় শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদসে মো. আজিবুর রহমান, বিশ্বজিত দাশসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ ২৪/ হা.ফ/ ২৮ মার্চ ২০২০।
আরও পড়ুন: