সাটুরিয়ায় দুস্থ্যদের মাঝে চাউল বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ মার্চ:

জেলার সাটুরিয়া উপজেলায় শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে। শনিবার সকাল  ১১ টার দিকে উপজেলার বালিয়াটী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন, বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রহুল আমিন, সচিব হানিফ আলী প্রমুখ।

পরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, হরগজ, দড়গ্রাম, দিঘুলিয়া, বরাইদ এবং তিল্লি ইউনিয়নে খাদ্র সামগ্রী বিতরণ করেন।

বাকী সাটুরিয়া, ধানকোড়া ও ফুকুরহাটি ৩ টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো।

উপজেলা প্রশাসন জানায়, গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতি দরিদ্র, দিন মজুর যারা লক ডাউনের জন্য ঘর থেকে বের হতে পারছেন না  এমন ১০০ পরিবারের মাঝে এ সাহায্য করা হয়। এতে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু,  ১ কেজি ডাউল ১টি করে সাবান দেওয়া হয়। শনিবার শুদু শতাধিক পরিবারকে দেওয়া হলেও আগামী ২ দিনের মধ্যে প্রায় এক হাজার পরিবারকে এই সামগ্রী তুলে দেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৮ মার্চ ২০২০।

আরো পড়ুুন