শিবালয় প্রতিনিধি ২৯ নভেম্বর: মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক ওমর আলী নিহত (৫৫) হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী জেলার শিবালয় উপজেলার উথুলী ইউনিয়নের কাতরাসিন এলাকার মো. হামেদ আলীর ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ওমর আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাইভেটকারটি আটক করলেও তার চালককে আটক করতে পারেনি পুলিশ।
মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ২৯ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন: