সাটুরিয়া প্রতিনিধি, ২৮ নভেম্বর: বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের বিএনপির পরিবাররা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে। বিএনপিসহ সকল কর্মী ও সাধারণ মানুষদের উদ্যেশ্যে বলেন আপনারাই এখন নেতা হয়ে যান। তিনি বুধবার বিকালে একাদশ জাতীয় নির্বাচনে সাটুরিয়া-মানিকগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতিক নিয়ে মনোনয়ন সাটুরিয়া উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোসা. নাসরিন পারভিন এর নিকট জমা দেবার পর সাংবাদিকদের এসব কথা বলেন।
আফরোজা খান রিতা আরো বলেন, এবারের নির্বাচন শুধু নিবাচন নয়, গণতন্ত্রকে পূণরাদ্ধারের নির্বাচন। সারা দেশ এখন কারাগারে পরিণত হয়েছে। মানিকগঞ্জ বিএনপির ঘাটি বলেই ৭টি উপজেলা নির্বাচনে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। মানিকগঞ্জ ৩ আসন বিএনপির ছিল সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আবার এ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে উপহার দিতে পারব।
মনোয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ বিএনপির সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট মোখছেদুর রমান, সদর বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট সামছুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি গোলাম মোস্তফা।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির অসংখ্য নেতাকর্মীরা উপজেলা চত্তরের বাহিরে অবস্থান করেন।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৮ নভেম্বর ২০১৮।
আরও পড়ুন: