প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাষাঁতে গিয়ে র‌্যাবের হাতে নিজে আটক

সিংগাইর প্রতিনিধি, ২২ জানুয়ারী:  জেলার সিংগাইরে এক প্রতিবেশীকে অস্ত্র, গুলি ও বোমা দিয়ে ফাষাাঁতে গিয়ে র‌্যাবের নিকট গ্রেফতার হয়েছে এক জন। র‌্যাব-৪ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের কালো মোল্লার পুত্র তমেজ উদ্দিন মোল্লা (৫২) কে গেফতার করে।

মঙ্গলবার ভোরে  ভাকুম গ্রামের মুনছের আলী বাড়িতে  অস্ত্র ও  বোমা রয়েছে এমন গোপন খবরের  ভিত্তিতে  অভিযান চালায় র‌্যাব। অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ ম্যাগাজিন, ১০ টি হাতবোমা ও ৪ টি পেট্রোল বোমা।

নবিনগর র‌্যাব -৪ এর (উপ- অধিনায়ক) মেজর আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাম পরিচয় গোপন রেখে একটি মোবাইলে ফোনে অভিযোগ পাই, মুনছের আলীর বাড়ীতে বিদেশী পিস্তল, গুলি ও হাত বোমা মজুদ রেখেছেন নাশকতা করারর জন্য। এমন তথ্যের ভিত্তিত্বেই মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে পিস্তলসহ অন্যান্য জিনিস পত্র উদ্ধার করি। মুনছের আলীর বাড়ীর পরিত্যাক্ত স্থানে এসব জিনিস পাওয়ায় আমরা সন্দেহ করি। পরে যে মোবাইল থেকে ফোন আসে প্রযুক্তির মাধ্যমে ঐ বাড়িতে পৌছি। সেই মোবাইল ও তার মালিক তমিজ উদ্দিনকে সন্দেহ হলে তাকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তমিজ উদ্দিন স্বীকার করেছেন,  তিনিই পাটখড়ি রাখার স্থানে তাদের ফাঁষাতে অস্ত্র গুলি বোমা রেখেছিলেন।

জয়মন্টপ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও ভাকুম গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, এক বছর আগে মুনছুর আলীর ভাতিজা রাসেল খুন হয়। এ মামলার প্রধান আসামী হচ্ছে তমিজ উদ্দিনের পুত্র রাকিব (২২)। সে হত্যা মামলায় জামিন নিয়ে বর্তমানে পলাতক আছে। ধারনা করা হচ্ছে তমিজ তার পুত্র কে বাচাতে তিনি  রাসেলের এর বাবা আনছের আলী ও চাচা মুনছের আলীকে ফাষাঁতেই এ অস্ত্র,গুলি ও বোমা তাদের বাড়িতে লুকিয়ে রেখে র‌্যাব কে খবর দেয়।

সিংগাইর থানার ডিউডি অফিসার এস, আই আখি মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে বলেন. র‌্যাব-৪ এর একটি টিম অস্ত্র, গুলি, হাত বোমা, ম্যাগাজিন, পেট্রোল বোমা উদ্ধারসহ ১ জনকে আটক করেছে আমরা শুনেছি। এখন পর্যন্ত  কাউকে হস্তান্তর বা মামলা বা হয় নি।

নবিনগর র‌্যাব -৪ এর (উপ- অধিনায়ক) মেজর আব্দুল হাকিম মঙ্গলবার দুপুরে বলেন,  তমিজ উদ্দিন কে জিঙ্গাসাবাদ শেষে তাকে আসামী করে মামলা দায়ের কারা হবে ।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২২ জানুয়ারী ২০১৮।

আরো পড়ুুন