শিবালয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

 শিবালয় প্রতিনিধি, ২১ এপ্রিল: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিবালয়ের আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পালিত হয়।

শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য এ, এম নাঈমুর রহমান দুর্জয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক বদরুল আলম বাদল, জেলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাক এম, এ কুদ্দুছসহ আরও অনেকে।

সমাবেশে উপজেলা ৭ টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ২১ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন:

সিংগাইরে শিক্ষার্থীরা পেল কলম ও খাতা

আরো পড়ুুন