সাটুরিয়ায় ১০ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

 সাটরিয়া প্রতিনিধি, ২১ এপ্রিল: মানিকগঞ্জের সাটুরিয়ায় পাপিয়া (১৫) নামে ১০ম শ্রেণীর  এক ছাত্রী  গলায় ফাঁষ দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে মেয়েটির নানার বাড়ীর ঘরের আড়ার সাথে ফা঳ষ দিয়ে আত্ম হত্যা করে।

বিষয়টি ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন মাষ্টার নিশ্চিত করেছেন।

পাপিয়া সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল এবং সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ছামাদের কণ্যা।

প্রতিবেশী সোরহাব মিয়া জানান, পাপিয়া  ও তার বাবা- মা একই ইউনিয়নের শিমুলতুলি গ্রামের নানার বাড়ীতে বসবাস করত।  শনিবার ক্লাস শেষে  বাড়ী ফিরে ঘরের আড়ার সাথে ফাষ দিয়ে আত্ম হত্যা করে । ঘর ভিতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীরা শনিবার  বিকাল ৩ টার দিকে  দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে পাপিয়া জুলন্ত মরদেহ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: “ca-pub-4524221949324018”,
enable_page_level_ads: true
});

পাপিয়ার প্রতিবেশীরা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রেম ঘটিত কারনে মেয়েটি অভিমান করে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে একটি চিঠিও লিখে গেছে। তবে চিঠি কেউ দেখাতে পারে নি।

এ ব্যাপারে ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন মাষ্টার বলেন, ১০ম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে বিষয়টি আমি জানি। তবে কি কারনে হয়েছে তা এখনও জানা যায় নি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এ বিষেয় শনিবার বিকাল ৫ পর্যন্ত আমাকে কেউ কিছু জানায় নি।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২১ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন:

সিংগাইরে শিক্ষার্থীরা পেল কলম ও খাতা

আরো পড়ুুন