পাটুরিয়া – দৌলতদিয়ায় আটকে আছে কয়েক শতাধিক ট্রাক

শিবালয় প্রতিনিধি, ১৩ এপ্রিল: দেশের দক্ষিণ -পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী বাস স্বাভাবিক থাকলেও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন ছিল দিন ভর। শুক্রবার, পহেলা বৈশাখের ছুটি সর্বশেষ বৃহস্পতিবার  বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ এবং শুক্রবা থাকায় যানজটের মাত্রা আরো বেড়ে যায়।

বিষয়টি পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল ৩ টা পর্যন্ত শুধু মাত্র পাটুরিয়া ফেরি ঘাটে  কয়েক শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। ঘাট এলাকার টার্মিনালে ট্রাকের জায়গা না হওয়ায় আরিচা রোডে ট্রাক আটকে রাখা হচ্ছে।

অপর দিকে দৌলতদিয়ায় ঢাকাগামী প্রায় ৩ শতাধিক ট্রাক, ১ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে। সব মিলিয়ে শুক্রবার বিকাল ৩ টা পর্যন্ত প্রায়  উভয় ঘাট মিলে ৮ শতাধিক যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় আছে।

শুক্রবার মূলত ৩ কারনে তিব্র যানজট দেখা দিয়েছে। শুক্রাবার স্বাভাবিকভাবে একটু বেশী চাপ থাকে যানবাহনের। এর মধ্যে যোগ হয়েছে পহেলা বৈশাখের ছুটি ও বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এসব কারনে শুক্রবার সকালে বেশ হিমশিম খেতে হয় ফেরি ঘাট সংশ্লিষ্টদের । তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রিবাহী বাসের চাপ স্বাভাবিক হতে থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে থাকে।

অপর দিকে শুক্রবার সকাল থেকে যাত্রীবাহি বাস ও ছোট যানবাহনের চাপ বাড়লে পণ্যবাহী ট্রাক পারা পার বন্ধ করে দেয়। এ সংবাদ লেখা পর্যন্ত  পাটুরিয়া ফেরি ঘাটে আড়াই শতাদিক  ও আরিচা রোডে ১ শতাদিক ট্রাক এবং ৫০ টি যাত্রীবাহী বাস, এবং দৌলতদিয়ায় ঢাকাগামী ৩ শতাধিক ট্রাক ও ১ শতাধিক বাস ফেরি পারা পারের অপেক্ষায় আছে। 

দৌলতদিয়া ফেরিঘাটের বাণজ্যি বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। যান্ত্রিক ক্রুটির কারণে মেরামতে রয়েছে দুইটি ফেরি। এ কর্মকর্তা আরো বলেন,  বাসের চাপ কমতে থাকলে পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারা পার শুরু করা হবে।

মানিকঞ্জ২৪/ শিবালয়/ হা.ফ/ ১৩ এপ্রিল ২০১৮।
আরও পড়ুন:

পান্তা- ইলিশ খাওয়া হল না সাটুরিয়ার কাদের ও গফুরের

আরো পড়ুুন