হাসান ফয়জী. পহেলা বৈশাখে উপলক্ষে পান্তা – ইলিশ খাওয়া হল না আব্দুল কাদের ও আব্দুল গফুরের। তার আগেই ঘাতক বাস তাদের প্রাণ কেড়ে নিল।
সাটুরিয়া উপজেলার ধুল্যা গ্রামের আব্দুল কাদের (২৬) ও একই উপজেলার জান্না গ্রামের আব্দুল গফুর (৩০) তার আপন খালাত ভাই। আগামী শনিবার পহেলা বৈশাখ উপলক্ষে তাদের বাড়ী ও জান্না বাজারের ব্যাবসায়ীদের নিয়ে পান্তা ইলিশ উদযাপন করার কথা ছিল।
মাছের দাম বাড়ছে তাই বুধবার দুই খালাত ভাই ইলিশ মাছ কেনার জন্য মানিকগঞ্জের তরা বাজারে যাচ্ছিল মটর সাইকেলে। কিন্তু মাছ কেনার আগেই ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার মানড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে দূরপাল্লার একটি বাসের চাপায় মটরসাইকেল আরোহী খালাত ভাই কাদের ও গফুর নিহত হয়।
বিষয়টি গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ধুল্যা রায় পাড়ার আব্দুল জালালের পুত্র আব্দুল কাদের (২৬), একই উপজেলার জান্না খালাসিপাড়া আবুলের পুত্র আব্দুল গফুর (৩০)।
নিহত কাদেরের ভাই মো. আবুল কাশেম জানান, কাদের ও গফুর তারা উপজেলার জান্না বাজারে স্বর্ণের ব্যাবসা করতেন। আমাদের দুই খালার বাড়ী ও জান্না বাজারে বন্ধুবান্ধব নিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ কিনতে তরা বাজারে যায়। কিন্তু তরা যাওয়ার আগেই মানড়া এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লা বাসের সাথে তাদের মটর সাইলের মুখোমুখি সংঘর্ষ হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হানিফ পরিবহনের বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করা গেলেও চালক ও হেলপারদের আটক করা যায়নি। এ ব্যাপারে মামলা পক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
কাদের বাড়ী গিয়ে দেখা যায় তার একমাত্র দেড় বছরের বাচ্চা রোহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। রোহান জানেই না যে তার বাবা আর নেই। কাদের মা-বাবা বিলাপ করে কাঁদছেন আর জ্ঞান হারাচ্ছেন। চোখ মেলেই বলছেন বাবারে ইলিশ খাবিনা বাবা। আয় বাবা বুকে আয়। আর স্ত্রী কোন কথা বলতে পারছেন না।
নিহত কাদেরের ভাই মো. আবুল কাশেম জানান, কাদের ও গফুরের জানাযা শেষে তাদের নিজ নিজ গ্রামে বাদ আছর জানাযা শেষে কবরস্থানে দাফন করা হবে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, উভয় পরিবারের অনুরোধে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১১ এপ্রিল, ২০১৮।
আরও পড়ুন: