সাটুরিয়ার ফুকুরহাটিতে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ
সাটুরিয়া
প্রতিনিধি: সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহের ফরম বিতরণ
উদ্ধোধনকরা হয়েছে।
মঙ্গলবার
বিকাল ৫টা থেকে শুরু হয়ে সন্ধা ৬ টা পযন্ত এই সদস্য ফরম বিতরণ করা হয়।
ডা:ফয়েজএর সভাপতিত্বে ফরম
বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজিলাবিএনপিরসভাপতিআব্দুল কদ্দুছখানমজলিশমাখন,সহসাধারণ সম্পাদকআব্দুস সোবান,সাংগঠনিক আব্দুর
রহমান, জেলাস্বেচ্ছসেবক দলের যুগ্ন সাধারণ
সম্পাদকবরকত মল্লিক, উপজিলাস্বেচ্ছসেবক দলের সভাপতি সভাপতি মহসিন, যুগ্নসাধারণসম্পাদক হারুন, প্রচার সম্পাদক তাহের,
অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা শাহিন আযানবিপ্লব, ছাতদলের
নেতাআমির হামজা ও
ফরিদসহ ফুকুরহাটি ইউনিয়ন বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা।
উপজেলা
বিএনপির নেতা কর্মীরা ১ হাজার সদস্য সংগ্রহ ফরম এ সময় বিতরণ করেন।