সাটুরিয়ায় চাঁদা চাওয়ায় যুবলীগ নেতাকে মারধর

সাটুরিয়া প্রতিনিধি, ৯ মে: একটি তামাক কোম্পানী কর্মকর্তাদের নিকট চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সাটুরিয়া উপজেলা  যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশীকে মারধর করেছে তামাক কোম্পানীর লোকজন ও স্থানীয় কৃষকেরা।  পরে স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার এলাকায় ওই ঘটনাটি ঘটে।

বিষয়টি বরাইদ ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

জাপান তামাক ট্যোবাকো কোম্পানীর বরাইদ এলাকার ফিল্ড সুপারভাইজার মো. ঈনাম আলী বলেন, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশী মুঠোফোনে তাকে স্থানীয় যুবলীগ কার্যালয়ে যেতে বলেন এবং কিছু খরচা পাতি দিতে বলেন। তিনি ওই কার্যালয়ে না যাওয়ায় বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবলীগনেতারা তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে সুভাষ রাজবংশী তামাক কোম্পানীর লোকজনকে মারধোর করেন বলেও অভিযোগ করেন তিনি।

জাপান তামাক ট্যোবাকো কোম্পানীর সাটুরিয়া উপজেলার বরাইদ এলাকায় কমরত কর্মী নাঈম হোসেন বলেন, চাঁদা না পেয়ে সকালে সুভাষ তার লোকজন নিয়ে তামাক বিক্রয় কেন্দ্রে এসে তাকে মারধোর করেন। পরে তিনিসহ আশেপাশের কৃষকেরা সুভাষকে মারধোর করে সরিয়ে দেন। স্থানীয় চেয়ারম্যান সুষ্ঠ সমাধান করে দিবে বলে আশ্বাস দেওয়ায় তারা কোন আইনের আশ্রয় নেয়নি বলেও জানান তিনি।

সাটুরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ রাজবংশী বলেন, জাপান তামাক ট্যোবাকো কাম্পানীর বরাইদ এলাকার ফিল্ড সুপারভাইজার মো. ঈনাম আলীকে চা খাওয়ার জন্য তাদের অফিসে নিমন্ত্রন জানানো হয়। কিন্তু ইনাম আলী বিষয়টিকে ভিন্ন খাতে নেবার পায়তরা করছেন।

স্থানীয় বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, তামাক কোম্পানীর লোকজন মুঠোফোনে বিষয়টি বলেন। কোম্পানীর কর্মকর্তাদের সাথে যুবলীগ নেতার ভুল বুঝাবুঝি ও হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে একত্রে বসে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করে দিব।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বিষয়টি নিয়ে কোন পক্ষ লিখিতভাবে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ মে ২০১৯। 
আরও পড়ুন:

মানিকগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটিতে সাটুরিয়ার মঞ্জু

আরো পড়ুুন