মানিকগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটিতে সাটুরিয়ার মঞ্জু

মানিকগঞ্জ প্রতিনিধি,  ৯ মে:  সাটুরিয়ার সন্তান মঞ্জরুল ইসলাম মঞ্জুকে মানিকগঞ্জ যুবলীগের আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে। আব্দুর রাজ্জাক রাজাকে আহ্বায়ক ও মাহবুবুল হক জনিকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবলীগ।

গত সোমবার (০৬ মে) তারিখে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেয়। ৬মে অনুমোধন দিলেও তা মানিকগঞ্জে অফিস কপি এসে পৌছে গত বুধবার সন্ধায় ।

দীর্ঘ ১৬ বছর পর মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কমিটি।

অপরদিকে সাটুরিয়ার কোন নেতা এই প্রথম জেলা কমিটির আহবায়ক কমিটিতে স্থান পাওয়ায় সাটুরিয়ায় যুবলীগ নেতাকর্মীদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীরা মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বাড়ীতে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

এ ব্যাপারে মানিকগঞ্জ ২৫ সদস্য বিশিষ্ট যুবলীগ আহবায়ক কমিটির অন্যতম সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, জেলা ও সাটুরিয়া উপজেলা যুবলীগ কমিটি গঠনে ত্যাগি ও পরিস্কার ইমেজের নেতা কর্মীরেদ প্রাধান্য দেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৯ মে ২০১৯।
আরও পড়ুন:

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠিত

আরো পড়ুুন