সাটুরিয়া পতিনিধি: জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকা থেকে নারী মাদক ব্যাবসায়ীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ৩ টার দিকে ৫০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিতিত্তে গোলড়া বাস ষ্টান্ড থেকে তাদের আটক করা হয়।
সাটুরিয়া থানার সেকেন্ড অফিসার এস, আই আসলাম জানান, হরিরামপুর এক নারী ব্যাবসায়ী মির্জাপুর ও দেলদোয়ার থানার ৩ ক্রেতার নিকট ইয়াবা বিক্রি করতে আসেন। এমন সংবাদের ভিত্তিতে গোলড়া স্থানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার সাইদুল ইসলাম রতনের স্ত্রী শিল্পী আক্তার (২৫), হরিরামপুর এলাকার জাহাঙ্গীর আলম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের শাজাহান আলীর পুত্র শাহিন হোসেন, সোহাগ মিয়া, একই জেলার দেলদুয়ার উপজেলার চরলাউহাটি গ্রামের খোকন খানের পুত্র রনি খান
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, উপজেলার গোলড়া এলাকায় জাহাঙ্গীরকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রি করতে আসে শিল্পী।
পরে তাদের চেলেঞ্জ করলে শিল্পীর নিকট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ক্রয় করতে আসা শাহীন, রনি ও সোহাগ মিয়াকেও আটক করা হয়। তাদের শুক্রবার বিকাল ৪ টা পর্যন্ত জিঙ্গাসাবাদ করা হচ্ছে। পরে আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
মানিকগঞ্জ২৪/ হ.ফ/ ৯ ফেবয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: