মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিএনপি সরকর নির্বানের আগে লোক দেখানোর জন্য শুধু ফিতা দিয়ে মাপ ঝুক করে, ক্ষমতায় গেলে উন্নয়ন কাজ না করে টাকা লুট পাট করে। এতিমদের টাকা চুরি করে খাওয়ার জন্য আজ সাবেক প্রধান মন্ত্রীর জেলে যেতে হয়েছে। শেখ হাসিনা বিচারে বিশ্বাস করে, তাই তিনি আইনের শাষন প্রতিষ্ঠা করছেন।
তিনি শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আর.এম.ও ডা.লুৎফর রহমানের উদ্যোগে তার পিতা মরহুম আনসার আলীর মৃত্যু বার্ষিক উপলক্ষে সাহেব পাড়া গ্রামে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন কালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, মানিকগঞ্জের একটি কাচা সড়কও কাচা থাকবে না। এ জেলায় আওয়ামী লীগের আমলে শুধু স্বাস্থ্য সেবায় উন্নয়ন হয় নি। সকল স্তরেই দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আর.এম.ও ডা.লুৎফর রহমানের আয়োজনে তার নিজ বাড়ী সাটুরিয়া উপজেলার সাহেব পাড়া গ্রামে মেডিকেল ক্যাম্পে উপলক্ষে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. মোত্তাহীন বিল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, মানিকগঞ্জ যুবলীগের সভাপতি সুদেব সাহা, কর্ণেল মালেক মেডিকেল কলেজের প্রিন্সিপাল মো.আক্তারুজ্জামান, মানিকগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য তত্তাবধায়ক ডা. সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, বালিয়াটী ইউরিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন প্রমুখ।
এসময় সারাদিন ব্যাপী সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী পুরুষ ও শিশুদের ৫ টি বিভাগের ১০ জন বিশেসজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষদ প্রদান করা হয়।
মানিকগঞ্জ ২৪/ হা.ফ/ ১০ ফেব্রুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন: