শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই, মধ্যম আয়ের দেশ হয়েছে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাসান ফয়জী: ২৬ মার্চ.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই ২০১৮ সালেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর বিচক্ষনতায় আমরা ৩ বছর আগেই তা বাস্তবায়ন পেলাম। তাই শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হলে পূনরায় নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

তিনি সোমবার দুপুরে সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজীত  মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী কয়েক হাজার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, এমন একটি বাংলাদেশ হবে যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না, চিকিৎসার সু ব্যাবস্থা থাকবে। নিজেদের স্বপ্ন নিজেদের র্পূণ করতে হলে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে। তবেই দেশের ও পরিবারের স্বপ্ন পূরণ করা সম্ভব।

সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ জহিরুল হক খান টিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজটির প্রতিষ্ঠাতা সৈয়দ বাদশা আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার , সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নের্তৃবৃন্ধ অংশ নেয়।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ২৬ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন :স্বাধীনতা দিবস উপলক্ষে সাটুরিয়া সাংবাদিক সমিতির শ্রদ্ধা

আরো পড়ুুন