মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিএনপির র‌্যালি

মানিকগঞ্জ প্রতিনিধ: ২৬ মার্চ.

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সোমবার সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে।

সকাল ১০টার দিকে  জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার তত্তাবধানে এক বর্নাঢ্য র‌্যালী শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। 

পরে শহীদ বেদিতে ফুল দিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট মোখসেদুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি মো. আব্দুল বাতেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজা, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বশির উদ্দিন ঠান্ডু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুসহ আরও অনেকে।

 এসময় জেলা ও উপজেলা বিএনপির অংগসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ মানিকগঞ্জ/ ২৬ মার্চ/ ২০১৮। 
আরও পড়ুন:

স্বাধীনতা দিবস উপলক্ষে সাটুরিয়া সাংবাদিক সমিতির শ্রদ্ধা

আরো পড়ুুন