সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৩ এপ্রিল: মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের এক প্রেস ব্রিফিং সাটুরিয়া প্রেসক্লাবের হলরুমে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।  উন্নত রাষ্ট ও জাতি গঠন বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তককরণের লক্ষে মানিকগঞ্জ জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিং এর আয়োজন করে।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে কক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা তথ্য অফিসার মো. আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা খান, বাংলা টিভি ও দৈনিক দেশ রুপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, দৈনিক যুগান্তরের সাটুরিয়া প্রতিনিধি সাজাহান বিশ্বাস, ভোরের কাগজের সাটুরিয়া প্রতিনিধি অলক রায়, দৈনিক বর্তমানের সাটুরিয়া প্রতিনিধি মাসুদ খান জুম্মা ও  আমার সংবাদের সাটুরিয়া প্রতিনিধি আপেল মাহমুদ চৌধুরী প্রমুখ। 

প্রেস ব্রিফিং এ জেলা তথ্য অফিসার বর্তমান সরকারের আমলে মানিকগঞ্জ জেলার সকল উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরেন।  এতে সাটুরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ এপ্রিল ২০১৯। 

আরো পড়ুুন