সিংগাইরে প্রতিবন্ধি শিশু ধর্ষণ

সিংগাইর প্রতিনিধি, ২৩ এপ্রিল: মানিকগঞ্জের সিংগাইরে আবারও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের পর এবার ধর্ষিত হয়েছে প্রতিবন্ধি এক শিশু। সিংগাইরের মধ্যধল্যা গ্রামের রফিজ উদ্দিন দেওয়ানের ছেলে এক সন্তানের জনক আল-আমিন দেওয়ান (২৫) বাক প্রতিবন্ধি ওই শিশুকে (১৩) ধর্ষণ করে।

গত রবিবার (২১ এপ্রিল) সকালে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে প্রতিবন্ধি শিশুর মা সোমবার রাতে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে মঙ্গলবার দুপুরে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা  মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন করেছে।

বিষয়টি সিংগাইর থানার অফিসার ইন-চার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন নিশ্চিত করেছেন।

ধর্ষিতার মা বলেন রবিবার (২১ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে ঐ কিশোরী তার আমার সাথে বাড়ির অদূরে ছাগল চড়াতে যায়। এ সময় প্রতিবেশী আল আমিন (২৫) তাকে ফুসলিয়ে ফোর্ডসিটি কাঠবাগানের নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। দুপুরে আমার বড় কন্যা তাকে গোসল করাতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে  নির্যাতনের ক্ষত চিহ্ন দেখতে পান। এ সময় তাকে জিজ্ঞাসা করলে আমাদের নিকট ধর্ষণের ঘটনাটি খুলে বলে।

সিংগাইর থানার অফিসার ইন-চার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সোমবার রাতে বাক প্রতিবন্ধি কণ্যার মা  সিংগাইর থানায় আল- আমিনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামী কে গ্রেফতার করতে একাধিক টিম নিয়ে কাজ করে যাচ্ছি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৩ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন:

সাটুরিয়ায় মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আরো পড়ুুন