সাটুরিয়া প্রতিনিধি, ২৪ এপ্রিল: সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার দুপুরে উন্নত জাতী গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তককরণের লক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা তথ্য অফিসার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তিল্লি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সচিব নেপাল চন্দ্র ভৌমিকসহ আরো অনেকে।
বক্তারা বর্তমান সরকারের আমলে মানিকগঞ্জ জেলার সকল উন্নয়ন কাজের বিবরণ ছাড়াও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান। সভায় মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি সুশীল সমাজের শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৪ এপ্রিল ২০১৯।
আরও পড়ুন: