সাটুরিয়ায় দোকানীর হামলায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান পন্ড

সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তক আয়োজীত জাতীয় শিশু দিবসে দোকানী হামলায় কেক কাটা ও আলোচনা সভা পন্ড হয়েছে। হামলায় ৩ শিক্ষকসহ বিদ্যালয়ের দপ্তরী আহত হয়েছে। উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজীত হয়ে সাটুরিয়া- মানিকগঞ্জ সড়ক অবরোধ করে। পুরে পুুলিশ ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘনটা স্থলে গিয়ে ছাত্র- ছাত্রীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘনটায় পুলিশ ঐ অভিযোক্ত দোকানী কে গ্রেফতার করেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, এমন খবর শুনে সাথে সাথে ফোর্স নিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে যাই। মিষ্টির দোকানদার মো. মোতালেব হোসেন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুনির হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় কেক কাটা ও  আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে অনুষ্ঠান চলছিল। এমন সময়ে জান্না বাজারের মিষ্টির দোকানদার মোতালেব হোসেন সকাল সাড়ে ১১ টার দিকে অনুষ্ঠান স্থলে আক্রমণ করে। অতর্কিত হামলায় দপ্তরি রফিক আহত হয়। এসময় এগিয়ে আসলে বিদ্যালয়ে ক্রিড়া শিক্ষক শামছুর রহমান, খন্ডকালিন শিক্ষক জব্বর ও ম্যানেজিং কমিটির সদস্য শাহিন কে লাঞ্চিত করে।  হামলা করে দ্রুত মোতালেব ঘটনা স্থল থেকে সটকে পড়েন।
পরে জান্না বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার দুপুর ১২ টা থেকে পার্শবর্তী সাটুরিয়া- মানিকগঞ্জ সড়ক অবরোধ করে মোতালেবের শাস্তির দাবীতে স্লোগান দিতে থাকে। এসয় সাটুরিয়া- মানিকগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে তিব্র যানজটের সৃষ্টি হয়।

সাটুরিয়া থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিট সড়ক অবরোধ থাকার পর শিক্ষার্থীদের শান্ত করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাটুরিয়া- মানিকগঞ্জ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয় কেক কাটা ও  আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের জন্য মিষ্টি আনার কথা ছিল জান্না গ্রামের নেদা পাগলার পুত্র মোতালেব হোসেনের দোকান থেকে। দপ্তরি অন্য দোকান থেকে মিষ্টি আনেন। এতে দোকানী মোতালেব অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে কেক কাটা পন্ড করে দপ্তরি রফিকের উপর আক্রমণ করে।

বিদ্যালয়ে গ্রন্থাগার শিক্ষক মো. সাইফুল ইসলাম রবিবার বিকালে বলেন, মিষ্টির দোকানী মোতালেব হোসেনের হামলার কারনে শিক্ষার্থী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাষনের সর্বোাচ্চ কমকর্তারা উপস্থিত হয়ে পরিবেশ স্বাভাবিক হলেও শেষে জাতীয় শিশু দিবসের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নি।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাাবিবুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

সাটুরিয়া  উপজেলা নির্বাহী অফিসার রবিবার বিকালে ৩টার দিকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার সংবাদ শুনে ঘটনা স্থলে হাজির হয়ে পরিবেশ শান্ত করি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন এ ঘটনা অভিযোক্ত মোতালেব কে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।  এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মার্চ ২০১৯।

আরো পড়ুুন