জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জে ক্রিকেট ম্যাচ

মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭ মার্চ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে। খেলায় মানিকগঞ্জ প্রেসক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়  মানিকগঞ্জ জেলা প্রশাসন।

টসে জিতে প্রথমে ফিলডিং করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন দল। নির্ধারিত ১৬ ওভারে প্রেসক্লাব দল ৭৬ রান সংগ্রহ করে। জবাবে জেলা প্রশাসন ১৫.৪ বলে ৪ উইকেট ৭৭ রান করে বিজয়ী হয়।

জেলা প্রশাসন দলের অধিনায়ক ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও প্রেসক্লাবের অধিনায়ক ছিলেন সাব্বিরুল ইসলাম সাবু।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার দেওয়া হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান জেলা প্রশাসক।

পুরস্কার বিতরনীতে উপস্থি ছিলেন, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনুসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৭ মার্চ ২০১৯।
আরও পড়ুন: সাটুরিয়ায় দোকানীর হামলায় জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান পন্ড

আরো পড়ুুন