বালিয়াটীতে শোক ও শ্রদ্বায় বঙ্গবন্ধুকে স্মরণ


সাটুরিয়া প্রতিনিধি, ১৫ আগষ্ট:

জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটীতে শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সর্বস্তরের মানুষ। পরে একটি শোক র‌্যালি শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেন, আশরাফুক হক সোহেল, যুবলীগ নেতা বাবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি  মো. জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা রফিকুজ্জামান জুয়েল, ইউপি সচিব মো. হানিফ মিয়া, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপুার মাওলানা মো. লিয়াকত আলী, ইউপি সদস্য, সদস্যা, স্থানীয় শিক্ষক, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী।

পরে দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণ কর হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ আগষ্ট ২০১৯।

আরো পড়ুুন