বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফাঁসির দাবীতে দৌলতপুরে বিক্ষোভ

দৌলতপুর প্রতিনিধি, ১৮ আগষ্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারী বিদেশে পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবীতে বিক্ষোভ করেছে মানিকগঞ্জের যুবলীগের নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিলটি রবিবার বিকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

জাতীয় শোক দিবসের অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ দৌলতপুর উপজেলা সম্প্রসারিত অডিটরিয়ামের সামনে অনুষ্ঠিত হয়।

এতে দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছসহ আরও অনেকে।

বক্তারা দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকারীরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক রয়েছে। তারা এখনও বিদেশে বসে দেশের ধংস করতে মরিয়া রয়েছে। তাই পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ আগষ্ট ২০১৯।

আরো পড়ুুন