সাটুরিয়ায় প্রেমের টানে জেল হাজতে চাচি- ভাতিজার জুটি


সাটুরিয়া
প্রতিনিধি: সাটুরিয়ায় ৩ সন্তানের এক মা ভাতিজার সাথে পরকীয়া সম্পর্কের ঝেড়ে সোমবার
ভোরে এ বিয়ে করে সংসার করার উদ্দেশ্যে পালিয়ে যায়। ৩ পরিবারের সমঝোতায় এ যুগল এক দিন
এক রাত পর মঙ্গলবার বিকালে ফিরে আসলে সাটুরিয়া থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে
আসে।
বিষয়টি
সাটুরিয়া থানার ডিউটি অফিসার এস আই গোলাম মোস্তাফা নিশ্চিত করেছেন।
সাটুরিয়া
থানা ও পরিবারের সদস্যরা জানান, সাটুরিয়ার কৈজুরি গ্রামের কুদ্দুছের (৩৮) সাথে ফুকুরহাটি
গ্রামের আজহারের কন্যা লাভলী আক্তারের (৩০) সাথে ১৪ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়।
দীর্ঘ সংসারে তাদের কোলে আসে ৩ কণ্যা সন্তান। তাদের বড় মেয়ে স্থানীয় বিদ্যালয়ে ৭ম শ্রেণীর
ছাত্রী।

সন্তানের জন্য লাভলী বেগম তার স্বামীর কুদ্দুছের চাচাত ভাই রাজ্জাকের পুত্র রফিকুল
(৩০) ইসলামের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
রফিকুল
তার চাচি লাভলী বেগম সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসার পাতবে। সিন্ধান্ত অনুযায়ী চাচি-
ভাতিজা যুগল সোমবার ভোরে পালিয়ে যায়। পরে লাভলীর স্বামী কুদ্দুছ সাটুরিয়া থানায় এ ব্যাপারে
লিখিত অভিযোগ দায়ের করে।
লাভলী
ও তার প্রেমিক রফিকুল এবং স্বামী কুদ্দুছের ৩ পরিবারের সদস্যরা দিন ভর খুজে না পেয়ে
তাদের মোবাইলে কথা বলে আশ্বাস দেন তারা বাড়ীতে আসলে বিষয়টি মিমাংসা করে দিবে।
চাচি-
ভাতিজা প্রেমিক যুগল কথা মত  পালিয়ে যাবার এক
দিন ও এক রাত পর মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে  তাদের কৈজুরি গ্রামে উঠেন।
পরে
এমন থবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ তিন সন্তানের জনক লাভলীর স্বামীর লিখিত অভিযোগের
ভিত্তিতে মঙ্গলবার রাতে এ যুগল কে থানায় নিয়ে আসে।
 এ ব্যাপারে সাটুরিয়া থানার ডিউটি অফিসার এস, আই গোলাম
মোস্তফা মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে  জানান,
লাভলীর স্বামীর সোমবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এ প্রেমিক – প্রেমিকা
জুটিকে মঙ্গলবার সন্ধার দিকে সাটুরিয়া ইউনিয়নের কৈজুরি গ্রাম থেকে আটক করে নিয়ে আসা
হয়। বর্তমানে তারদের কে থানা রাখা হয়েছে।
মানিকগঞ্জ২৪/
১০ অক্টোবর/ ২০১৭। 
আরও পড়ুন:

ঠিকাদার কাম না কইরা ভাইগা গিয়া, আমাগ সড়কের বারটা বাজাইছে

আরো পড়ুুন