মিডিয়া ট্রায়াল করার বদরোগ কেবল বোর্ডপ্রধানেরই আছে

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু: ট্যুরে থাকা অবস্থায় টিম ক্যাপটেন কিংবা খেলোয়াড়দের মিডিয়া ট্রায়াল করতে বসার বদরোগ কেবল আমাদের বোর্ডপ্রধানেরই আছে।

উনি একবারও ভাবলেন না,তার সফররত টিমের আরও খেলা বাকি আছে। নিজে খেলেছি বলে জানি,ক্রিকেটে সামান্য বিরুপ মন্তব্য একজনের খেলার
ক্ষমতাকে কতখানি বিদ্ধস্ত করতে পারে। মন ভাল থাকা না থাকার সাথে ভাল
ক্রিকেটের যে সম্পর্ক তা অন্য কোন খেলায় নেই। ক্রিকেট কুস্তি কিংবা হাডুডুর মত কেবল শক্তি নির্ভর খেলা নয়, এই সরল
সত্যটা আমাদের ক্রিকেট বোর্ড সভাপতি মহোদয় যত তারাতারি বুঝবেন ততই মঙ্গল।

লেখা সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ ১০ অক্টোবর/ ২০১৭।

আরও  লেখা পড়ুন:

টপ ব্রেকিং: হাথুরে সিংহ অধিনায়ক আর পাপন সাহেব উইকেট কিপার

আরো পড়ুুন