বালিয়াাটী বাজারের ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি, ১ এপ্রিল:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালয়াটী বাজারের ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৫ টার দিকে বালিয়াটী বাজার কমিটির উদ্যোগে করোনা ভাইরাসে প্রভাবে বন্ধ খাকা ক্ষতি গ্রস্ত ব্যাবসাীদের মাঝে, চাল, ডাল, পিয়াজ, আলো, তেল ও সাবান তুলে দেওয়া হয়।

বাজার কমিটির সভাপতি মন্তোস সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

এসময় বালিয়াটী বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ এপ্রিল ২০২০।

আরো পড়ুুন