ঘিওরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঘিওর প্রতিনিধি,
৩১ মার্চ:
মানিকগঞ্জ আসনের সংসদ সদস্য এম নাঈমুর রহমান দুর্জয়ের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।



মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের বানিয়াজুরি বরঙ্গাইলে তিনশতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, লবন, আলু, পেঁয়াজ সাবান বিতরণ করা হয়।



এসময় জেলা যুবলীগ নেতা মফিজুর রহমান অনি, ঘিওর যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হক শুভ, মঞ্জু মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি মমিনুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।



যুবলীগ নেতা মফিজুর রহমান অনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারে কিছুটা খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে এম দুর্জয়ের পক্ষ থেকে তিনশতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। 
মানিকগঞ্জ
২৪/ হা.ফ/ ৩১ মার্চ ২০২০।

আরো পড়ুুন