মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ মার্চ:

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া গ্রামে ২ শতাধিক হত দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘাতক দালাল নির্মূল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দিপক ঘোষ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আবুল বাশার।

জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশারের অর্থায়নে খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, লবন, পিয়াজ, আটা, সাবান। মঙ্গলবার করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়া হতদরিদ্র ২ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দিলেও পরে ঐ এলাকার বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে জানান ঐ স্বেচ্ছাসেবক লীগ নেতা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ মার্চ ২০২০।

আরো পড়ুুন