মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার খাবার সহায়তা

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩০ মার্চ:
 
মানিকগঞ্জ মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল
রাহির উদ্যোগে দিন মজুরদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে । 
সোমবার দুপুড়ে শহরের পোড়রা এলাকায় এ খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রায় দুইশত
দিন মজুর পরিবারের মাঝে দুই কেজি চাল,আধা কেজি আলু,আধা কেজি ডাল ও হাত ধোয়ার সাবান
বিতরন করা হয়। 
এ সময় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহি, যুগ্ম সাধারণ
আবিদ হোসেন খান সাকিব, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহা,শিক্ষা ও পাঠচক্র
সম্পাদক সজল সাহা রনি, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক সুকান্ত দাস,সহ সম্পাদক কৌশিক
সূত্রধর,সহ-সম্পাদক তহিবুর হোসেন,উৎস সাহা,সদস্য সাগর দাস,নিলয় আহসান সহ বিভিন্ন
ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তানভীর ফয়সাল রাহি বলেন, ছাত্রলীগ সব সময় মানুষের পাশে থেকে কাজ
করেছে,আগামীতেও করবে। করোনা ভাইরাসের প্রভাবে যে সব সাধারণ দিন মজুর বাইরে কাজ
করতে পারছেন না তাদের আমরা সামান্য সহোযোগিতার চেষ্টা করেছি।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মার্চ ২০২০।

আরও
পড়ুন:    

সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর পুত্র রাহাত মালেক শুভ্রর পিপিই বিতরণ

আরো পড়ুুন