সাটুরিয়া প্রতিনিধি, ৩০ মার্চ.
জেলার সাটুরিয়া উপজেলার একটি মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম) যুগ্ম কমিশনার শেখ নাজুমল আলম।
শুক্রবার জুমার নামাজের পর সাটুরিয়া উপজেলার বাছট- বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার হযরত মোহাম্মদ (সাঃ) ৪ তলা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভায় একে, এম ফজলুল হক মাষ্টারের সভাপতিত্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ক্রাইম) যুগ্ম কমিশনার কেষ নাজুমল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিজানসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩০ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: