জানমাল রক্ষা করতে বিএনপিকে জনসভা করার অনুমুতি দেয়নি পুলিশ- মানিকগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসান ফয়জী. ২৯ মার্চ.

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদ্জ্জুামান খান কামাল বলেছেন, ঢাকার সিটি, জানমাল রক্ষা ও যানজট মুক্ত রাখতে পুলিশ কমিশনার বিএনপির আজকের বৃহস্পতিবারের জনসভা করার অনুমুতি দেয় নি।

তিনি বৃহস্পতিবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর  মানিকগঞ্জ জেলা কমান্ডন্টের কার্যালয়ে ফ্লাগ রেইজিং ও নবগঠিত ৩৮ তম আনসার ব্যাটিলিয়ান উদ্ভোধনের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

স্বরাষ্ট মন্ত্রী বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি জনসভার অনুমুতি দেয়নি ঢাকা পুলিশ কমিশনার। হয়ত তার নিকট কোন তথ্য প্রমাণ ছিল যার জন্য বিএনপি কে সমাবেশ করতে দেন নি। এর আগে বিএনপি কে খুলনায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। জাতীয় পার্টি ঢাকায় বড় সমাবেশ করল। হয়ত বিএনপির সমাবেশ নিয়ে কোন সমস্যা ছিল, তাই পুলিশ কমিশনার অনুমতি দেয় নি।  বিএনপি অন্য যে কোন দিন চাইলে সমাবেশের অনুমুতি দিতে পারে।

এর আগে স্বরাষ্টমন্ত্রী আসাদ্জ্জুামান খাঁন কামাল কেক কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জ জেলা কমান্ডন্টের কার্যালয়ে ফ্লাগ রেইজিং ও নবগঠিত ৩৮ তম আনসার ব্যাটিলিয়ান উদ্ভোধন করেন।

এসময় উপস্থি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ পুলিশ রিফাত রহমান শামিমসহ আরও অনেকে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ মার্চ ২০১৮।
আরও পড়ুন:

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই, মধ্যম আয়ের দেশ হয়েছে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরো পড়ুুন