সাটুরিয়া প্রতিনিধি, ৯ আগষ্ট: জেলার সাটুরিয়ার পাতিলাপাড়া থেকে আলমগীর
হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ বৃস্পতিবার সকাল ১০ টার দিকে
উদ্বার করেছে থানা পুলিশ।
বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের কুদ্দুছের পুত্র।
এলাকাবাসী জানায়, আলমগীর হোসেন বুধবার রাতে তার স্ত্রীর সাথে ঝগরা করে, এ
নিয়ে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বিবাদে ঝরিয়ে পড়ে। পরে
বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, আলমগীর বুধবার রাত
১২ টা থেকে ভোর পর্যন্ত যে কোন সময়ে তার বাড়ীর উঠানে মিষ্টি কোমরা জাংলার
বাশের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। তার মহদের ময়না তদন্তের জন্য
মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারনা করা
হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই আলমগীর আত্মহত্যা করেছে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ৯ আগষ্ট ২০১৮।
আরও পড়ুন: