সাটুরিয়ায় নদী ভাঙ্গন রোধে ছাত্র-ছাত্রীর মানববন্ধন

সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নদী ভাঙ্গন ও বালু উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন করেছে।
রোববার দুপুরে নদী ভাঙ্গনের রোধে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীরা মানব বন্ধনে অংশ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ করে বলেন, এলাকার কিছু প্রভাবশালী মহল ক্ষমতাসীন দলের ছত্র ছায়ার থেকে ড্রেজার বসিয়ে বালু উঠিয়ে বিক্রি করে  লাভবান হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্থ হচ্ছে বিদ্যালয়, আবাদী জমি, কবরস্থান ও বসতবাড়িঘর।  এ বিষয়ে প্রশাসনকে লিখিত ভাবে জানানো হলেও তারা বালু উত্তোলনে কোন ব্যাবস্থা নিচ্ছে না।

বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্থরা প্রতিবাদ করলে তাদের পুলিশি হয়রানির শিকার হতে হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাঈম রিপন জানায়, বিদ্যালয়টি আজ নদী ভাঙ্গনের হুমকির মুখে। নদী আর বিদ্যালয়টির দুরত্ব মাত্র ১শ মিটারেরও কম। ধলেশ্বরী নদীতে বেড়ি বাঁধ নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গন রোধে না করা গেলে বিদ্যালয়টি নদীগর্ভে চলে যাবে।

এ বিষয়ে বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ বলেন, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৭ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

দেশ কে উন্নয়ন করতে হলে শিক্ষাখাত কে উন্নয়ন করতে হবে- দিলারা মোস্তফা

আরো পড়ুুন