দেশ কে উন্নয়ন করতে হলে শিক্ষাখাত কে উন্নয়ন করতে হবে- দিলারা মোস্তফা

 
মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: বাংলাদেশের খবর এর সম্পাদকমন্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দিন এর সহধর্মীনি ও মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন বাংলাদেশ কে উন্নয়ন করতে হলে শিক্ষাখাত কে উন্নয়ন করতে হবে। আর শিক্ষা কে উন্নয়ন কবতে হলে এর কারিগর শিক্ষকদের সম্মাণ ও মর্যাদা দিতে হবে। তিনি শনিবার বিকাল বিকাল ৫ টার দিকে মানিকগঞ্জের নিজ গ্রাম বান্দুটিয়ায় অবস্থিত আফতাব উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের রি ইউনিয়ন ২০১৮ এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাগুরা গ্রুপের ভাইস চেয়ারম্যান দিলারা মোস্তফা আরো বলেন, আমার বাবার নামে এ বিদ্যালয়ের নামকরণ করে আপনারা আমার বাবাকে সম্মাণ দিয়েছেন। আমি এ বান্দুটিয়া কে মাদক, সন্ত্রাস মুক্ত করে একটি আধুনিক গ্রামে পরিণত করতে চাই। এ গ্রামে আমি নিজ উদ্যোগে বিধভা ভাতা দিয়ে যাচ্ছি।  অটিজম বাচ্চাদের জন্য পৃথক বিদ্যালয় তৈরি করেছি। তাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি আমার স্বপ্নকে বাস্তাবায়ণ করতে চাই।

এর আগে  শনিবার সকাল ৮ টার দিকে আফতাব উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের রি ইউনিয়ন ২০১৮ এর শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে শোভাযাত্রা বের হয়। পরে দিন ব্যাপি বিভিন্ন পরিচিতি পর্ব ও স্বৃতিচারণ শেষে বিকাল ৫ টার দিকে উক্ত হাই স্কুলের সকল সাবেক, বর্তমান শিক্ষকদের হাতে ক্রেষ্ট তুলে দেন দিলারা মোস্তফা।

এ সময বক্তব্য রাখেন আফতাব উদ্দিনের ভাই শামছুর রহমান, বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসানের সহধর্মীনি মারজানুন নাহার মোর্শেদ, রি ইউনিয়নের আহবায়ক আব্দুর রাাজ্জাক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, দিলারা মোস্তাফার ভাই মাসুদ করিম, ওবাইদুর রহমান রাসেল।

সবশেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৬ জানুয়ারী/ ২০১৮।
আরও পড়ুন:

মানিকগঞ্জে প্রায় ৩০ লক্ষ নতুন বই বিতরণ

আরো পড়ুুন