সাটুরিয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

সাটুরিয়া প্রতিনিধি: ৪ অক্টোবর: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী উপজেলা উন্নয়ন মেলা শুরু হয়েছে।

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ন্যাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শরু হয়ে বালিয়াটীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে প্রায় উপজেরার বিভিন্ন পর্যায়ের সহস্রধিক  লোক অংশ নেয়।

র‌্যলি শেষে এক আলোচনা সভায়  বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন হরগজ ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতি, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, তিল্লি ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম, দরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন মাষ্টারসহ উপজেলার সকল বিভাগের কর্মকর্তা বৃন্দ।

মেলায় সরকারী দফরত, ইউনিয়ন পরিষদ, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় ৪৫ প্রতিষ্ঠান অংশ গ্রহন করেছে।

উন্নয়নের অভিযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম ও বিশেষ উদ্যোগগুলো প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে তুলে ধরা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এম ডি জি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এস ডি জি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করতে সমগ্র দেশব্যাপী প্রচারণার উদ্যোগ হিসাবে উপজেলা প্রশাসন এই উন্নয়ন মেলার আয়োজন করেছেন।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৪ অক্টোবর ২০১৮।
আরও পড়ুন:

বালিয়াটীতে শেখ হাসিনার জন্মদিন পালিত

আরো পড়ুুন